True
Author image

মো. মাহবুব উল আলম

মো. মাহবুব উল আলম পেশায় একজন সাংবাদিক। ১৯৫০ এর দশকে কলেজ ছাত্রাবস্থায় মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদ-ঔপনিবেশবাদ -সামন্তবাদ বিরোধী রাজনীতিতে দীক্ষিত হন। ১৯৭০ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীতে যোগদানের মাধ্যমে পেশাদার সাংবাদিকতায় প্রবেশ করেন। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মওলানা ভাসানী প্রকাশিত সাপ্তাহিক হক কথার বার্তা- সম্পাদকের দায়িত্ব পালন করেন। গ্রন্থসমূহ : স্বাধীনতার চাষী, ইতিহাসের দলিল: কল্লোলিত জনসমুদ্রে মওলানা ভাসানী, ছন্দের নাম বুলেট, আদর্শের চেয়ে মানুষ বড়ো, অভেদম, স্বাধীনতার কাছে স্মারকলিপি ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি