Filters

কুমুদবন্ধু সেন

কুমুদবন্ধু সেন / Kumud Bandhu Sen (Kumud Bandhu Sen)

জন্ম ২৮শে অগ্রহায়ণ ১২৮৬ বঙ্গাব্দ। প্রচারবিমুখ কুমুদবন্ধু রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু ঘটনার সাক্ষী এবং বহু ভক্ত সন্ন্যাসীর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে মিশেছেন। স্বামী ব্রহ্মানন্দের ( রাখাল মহারাজ ) তিনি ছিলেন অত্যন্ত কাছের লোক। ‘উদ্বোধন’ পত্রিকায় ১৩১৫ সালের অগ্রহায়ণ সংখ্যায় তার প্রথম লেখা প্রকাশিত হয়। এর পর সুদীর্ঘ চার দশক ধরে তার অজস্র লেখা প্রকাশিত হয়েছে। ‘উদ্বোধন’ ছাড়াও ‘দেশ’, ‘মানসী’, ‘বিচিত্রা’, ‘বঙ্গশ্রী’, ‘পঞ্চপুষ্প’, ‘বঙ্গবাণী’ প্রভৃতি পত্রিকাতেও তার প্রবন্ধাদি প্রকাশিত হয়েছে।