True
Author image

আহমেদ মাওলা

আহমেদ মাওলা ১৯৭১ সালের ৪ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শফিক আহমেদ ও মা শামসুন নাহার। ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৯২ সালে স্নাতকোত্তর, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের উপন্যাসের শৈলীবিচার শীর্ষক গবেষণার জন্য এম.ফিল. এবং ২০০৫ সালে চল্লিশের কবিতায় সাম্যবাদী চেতনার রূপায়ণ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। গ্রন্থসমূহ : মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাহিত্য, রফিক আজাদঃ কবি ও কবিতা, দেশভাগের সাহিত্য, ময়নামতি উপাখ্যান, একুশের চেতনা ও বাংলাদেশের সাহিত্য ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি