True
Author image

অমলেন্দু দে

অমলেন্দু দে বাংলা ভাষার একজন ইতিহাসবিদ, অধ্যাপক ও লেখক। সম্পাদনা করেছেন ‘বেঙ্গল পাস্ট এন্ড প্রেজেন্ট’ নামের একটি বিখ্যাত জার্নাল। তিনি কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন। সংযুক্ত ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গেও। ১৯৯২ সালে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসে আধুনিক ভারত বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল সংস্থার সাথে নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কলম ধরেছেন আপোষহীনভাবে। কাজ করে গেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য । দুই বাংলার অজস্র ছাত্রছাত্রীর গবেষণার তত্ত্বাবধান করেছেন। বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল সংস্থার সাথে নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিবাহ করেছিলেন শেরে বাংলা ফজলুল হক-এর নাতনি, সহপাঠিনী নাসিমা বানুকে। তাদের পুত্রকন্যাও ইতিহাসের অধ্যাপনার সঙ্গে যুক্ত। অমলেন্দু দে ২০০৮ সালে লাভ করেন অন্নদাশঙ্কর পুরস্কার। তিনি ১৯২৯ সালের ১২ই মার্চ ফরিদপুরের মাদারিপুর শহরে জন্ম গ্রহণ করেন এবং ২০১৪ সালের ১৬ মে কলকাতায় পরলোক গমন করেন।
Filters
x
ক্যাটাগরি