True
Author image

নিজামউদ্দিন লস্কর

নিজামউদ্দিন লস্কর জন্ম : ৯ এপ্রিল ১৯৫২, সিলেট। মঞ্চ, বেতার ও টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকার। ১৯৭১ সালে সিলেট মুরারিচাঁদ কলেজের ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে যােগদান করেন এবং ৫নং সেক্টরে সম্মুখ গুলিবিদ্ধ হন। সাহিত্যচর্চায় প্রথম প্রকাশনা ২০০০ সালে জার্মান লেখক ওয়াল্টার ট্রবিশের ‘আই লাড্ড এ্যা গার্ল' গ্রন্থের অনুবাদ। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক রচনা ‘একাত্তরে রণাঙ্গনে। ২০০৮ সালে প্রকাশিত হয় রবিন এস. শর্মা লিখিত ‘দ্য মঙ্ক হু সােল্ড হিজ ফেরারি’-এর অনুবাদ। একই বছরে আর্থার হেইলি রচিত সার্জন-এর ছায়া অবলম্বনে রূপান্তরিত উপন্যাস হৃদয় বদল’ প্রকাশিত হয়। ২০০৯ সালে তনুশ্রী পােদ্দার রচিত সাদ্দাম হুসেইনের জীবনী অবলম্বনে ‘ডেথ অব অ্যা ডিক্টেটর’-এর অনুবাদ। ২০১০ সালে প্রকাশিত হয় ব্যবসায় সাফল্য অর্জনের নতুন একটি প্রক্রিয়া নিয়ে অস্ট্রেলিয়ার লেখক টম ওটুল রচিত ‘ব্রেড উইনার’ গ্রন্থের অনুবাদ। ২০১৬ সালে প্রকাশিত হয় ভ্রমণকাহিনী ইউরােপের পথে। বিভিন্ন পত্র-পত্রিকা এবং সাময়িকীতে তিনি ছােটগল্প ও নিবন্ধ লিখে থাকেন। বর্তমানে একটি বহুজাতিক কোম্পানিতে জেনারেল ম্যানেজার পদে কর্মরত।
Filters
x
ক্যাটাগরি