Filters

আহসান হাবীব

আহসান হাবীব / Ahsan Habib (Ahsa Hab)

আহসান হাবীব। বাংলাদেশের দিনাজপুরে জানুয়ারি ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। বাবার চাকরি সূত্রে তাঁর শৈশব ও কৈশোর কাটে বিভিন্ন জেলায় জেলায়। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ওটই) থেকে কম্পিউটার ইঞ্জনিয়ারিং কমপ্লিট করেন। ছাত্রাবস্থায়ই তিনি গতানুগতিক ৯টা থেকে ৫টা অফিসের জবে ক্যারিয়ার করার পক্ষপাতী কখনই ছিলেন না। তিনি ২০১২ সালে ফ্রিল্যান্সিং শুরু করেন এবং অ্যামাজনে বিজনেস করার প্রসেস সংক্রান্ত ইন্টারন্যাশনাল অনলাইন কোর্স করেন। নিজে অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়ে; সে তা ছড়িয়ে দিতে চেয়েছেন অর্থনৈতিক মুক্তিপ্রত্যাশী বাংলাদেশের লাখো মানুষের মাঝে। প্রতিষ্ঠা করেছেন এরিয়া-৭১, যা লাখো মানুষকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশে বসে অ্যামাজনে বিজনেস করা যায় এবং নিজেই সাবলম্বী হয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।


Books by the Author