Filters

মোহাম্মদ লুতফর রহমান

মোহাম্মদ লুতফর রহমান / Mohammad Lutfar Rahman (+562789+45616)

মোহাম্মদ লুতফর রহমান ১৮৮৯ সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি  সাহিত্যিক, সম্পাদক ও সমাজকর্মী। তাঁর সমস্ত সৃষ্টির মুলেই রয়েছে মানুষের স্বরূপ অন্বেষণ ও সামাজিক কল্যাণবোধ। তিনি 'ডাক্তার মোহাম্মদ লুতফর রহমান' হিসেবে সমধিক পরিচিত। লুতফর রহমান মুক্তবুদ্ধির অধিকারী ছিলেন যার প্রভাব সাহিত্যচর্চায় তার ফুটে উঠেছে। তার সাহিত্য সাধনা শুরু হয়েছিল মূলত কবিতা  রচনার মাধ্যমে। ১৯১৫ সালে চল্লিশটি কবিতা নিয়ে তার প্রথম এবং একমাত্র কাব্যগ্রন্থ  "প্রকাশ" প্রকাশিত হয়। এবং ১৯১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'সরলা।' তিনি এবং একজন চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে পরিচিত ছিলেন। মোহাম্মদ লুতফর রহমান নারী সমাজের উন্নতির জন্য নারীতীর্থ নামে একটি সেবা প্রতিষ্ঠান গঠন করেন এবং 'নারীশক্তি' নামে একটি পত্রিকা প্রকাশ করেন চরম দারিদ্রের মুখোমুখি যক্ষায় আক্রান্ত হয়ে মানবতাবাদী সাহিত্যিক ডাক্তার লুতফর রহমান ১৯৩৬ সালের ৩১ মার্চ ৪৭ বৎসর বয়সে বিনা চিকিৎসায় নিজ গ্রাম মাগুরার হাজিপুরে মৃত্যুবরণ করেন।


Books by the Author