Filters


স্যার সৈয়দ আমীর আলী

স্যার সৈয়দ আমীর আলী / Sir Syed Amir Ali (26+849841351)

সৈয়দ আমির আলী (৬ই এপ্রিল, ১৮৪৯ - ৩রা আগস্ট, ১৯২৮) ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একাধারে একজন আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং লেখক। সৈয়দ আমীর আলী অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। উনিশ শতকের আশির দশকে তিনি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক জাগরণের উদ্যোক্তা ছিলেন। তিনি ইসলামের ইতিহাস নিয়ে কয়েকটি বিখ্যাত বই লিখেছিলেন। গ্র্রন্থসমূহ : এ ক্রিটিক্যাল এগজামিনেশন অফ দি লাইফ অ্যান্ড টিচিংস অফ মহম্মদ, দ্য স্পিরিট অব ইসলাম, অ্যা শর্ট হিস্টোরি অব দ্য সারাসিন্স, মহামেডান ল, হিস্ট্রি অফ মহামেডান সিভিলাইজেশন ইন ইন্ডিয়া ইত্যাদি।