Filters


শাইখ খালিদ আর-রশিদ

শাইখ খালিদ আর-রাশিদ একজন দাঈ। সৌদি আরবের পূর্ব-প্রদেশের শহর আল-খোবারে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ফুটবলের প্রতি ছিল আকর্ষণ। তবে স্বপ্ন ছিল তিনি সামরিক অফিসার হবেন। ক্রিমিনোলজি নিয়ে উচ্চশিক্ষা অর্জন করার জন্য তিনি আমেরিকা চলে যান। পড়াশোনা শেষে তিনি নিজ দেশে ফিরে আসেন এবং ফুটবল খেলতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। মায়ের কথা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি দীনি ইলম অর্জনে মনোনিবেশ করেন। এবং আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করেন। গ্রন্থসমূহ : বাংলা অনুবাদ - হে যুবক ফিরে এসো রবের দিকে, আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন, আল্লাহ আপনাকে দেখছেন, পূণ্যময় আখেরাত, অনুতপ্ত অশ্রু, শয়তান তোমার শত্রু, আলো হাতে আঁধার পথে, নীড়ে ফেরার গল্প ইত্যাদি।