Filters

মির্জা নুশরাত লিন্ডা

মির্জা নুশরাত লিন্ডা / Mirza Nusrat Linda

মির্জা নুসরাত লিন্ডা ,জন্ম আঠারোই জুলাই ময়নমনসিংহ জেলার ফুলপুর উপজেলায় , শৈশব কেটেছে সেখানেই পিতার নাম মির্জা রায়হান , মাতার নাম জাহানারা ফেরদৌস ,এক ভাই মির্জা রাহাত ফুলপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ,মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক ,এবং সরকারি আনন্দমোহন কলেজ থেকে , অর্থনীতিতে অনার্স ও ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স এ প্রথম শ্রেণী লাভ করেন এরপর ঢাকা উত্তরা আইন কলেজ থেকে এল, এল , বি ,ডিগ্রি লাভ করে বর্তমানে কোর্টে প্রাকটিস করছেন সংসার জীবনে এক সন্তানের জননী নাম জুয়াইরিয়াহ হোসেন ,স্বামী শাহরিয়াত হোসেন সাহিত্য অঙ্গনে অগ্রযাত্রার মূল প্রেরণা জুগিয়েছেন তিনি তার লেখা বই বুদ্ধির জুড়ে খাবার পেলো কুমির, ফটাস করে ফুটলো ব্যাঙ ,বোকা বিড়াল চালাক ইঁদুর , এবং টুকুর ড্রাগন বন্ধু বাংলার ইতিহাস ,ইতিহাসের মানুষ ,বিশাল বাংলার মিথ , লোকজীবন ,লোকসংস্কৃতি ,বঞ্চিত মানুষের সুখ দুঃখের পাঁচালি তার গল্প উপন্যাসে ভিন্ন রকমের মাত্রা নিয়ে উপস্থিত হয়। এবারের বইমেলা 2022 এ আসছে মুক্তিযুদ্ধ ও বিধবাকথন।


Books by the Author