শামীমা আক্তার শিউলী
শামীমা আক্তার শিউলি পেশায় একজন আইনজীবী। পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহীম ভুঞা। শিউলির পৈতৃক নিবাস বি বাড়িয়া জেলার কসবা থানার খারেরা গ্রামে। প্রাথমিক শিক্ষা হাটহাজারী ও সাতকানিয়ায়। ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারি কলেজ পড়েছেন। ঢাকায় এমএ ও এলএলবি ডিগ্রি লাভ করেন। গ্রন্থসমূহ : বর্ণে বর্ণে রূপকথা, গল্পগুলো ভাষা আন্দোলনের,মাতৃভাষা রক্তের ঋণ, কবরের চোখ, বিজ্ঞানের মহাবিস্ময়, মুক্তিযুদ্ধ রক্তগঙ্গা, ভূতো মেঘা চাঁদের পরি, হাসতে থাকে তবলা পরী ইত্যাদি।