Filters


ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাবেদ আলী (অব.)

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাবেদ আলী (অব.) / Brigadier General Md. Jabed Ali (Retd.) (56789+456)

ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী (অব.) ১৯৫১ সালের ১লা জানুয়ারি নওগাঁর চকদেবপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে এসএসসি এবং ১৯৬৮ সালে এইচএসসি ডিগ্রি লাভ করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে যোগদান করেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। গ্রন্থসমূহ : আল কোরানের আলোকে মহান আল্লাহ ও নবী-রাসূলগণের পরিচয় এবং মানবের করণীয়।