Filters


আবদুল মওদুদ

আবদুল মওদুদ  / Abdul Moudud (52789)

বিচারপতি আবদুল মওদুদ একজন সুসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। তিনি ১৯০৮ সালে বর্ধমান জেলার খণ্ডকোষ থানার ওয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বি.এ.(অনার্স) সহ এম.এ.পাস করেন। ১৯৩২ সালে এল.এল.বি. ডিগ্রী অর্জন করেন। ১৯৬১ সালে তিনি পাকিস্তান সরকারের কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ১৯৬৭ সালে ঢাকা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের ২১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। গ্রন্থসমূহ : দি ইন্ডিয়ান মুসলমানস, ওহাবী আন্দোলন, মধ্যবিত্ত সমাজের বিকাশ সংস্কৃতির রূপান্তর, কামেল নবী, ইসলাম ইউরােপকে যা শিখিয়েছে, মুসলিম মনীষা, শাহ আবদুল লতিফ ভেটাই, হযরত ওমর ইত্যাদি।