Filters

আহমেদ দিদাত

আহমেদ দিদাত / Ahmed Deedat (526748451)

আহমেদ হুসেইন দিদাত যিনি আহমেদ দিদাত নামে পরিচিত (১১ জুলাই, ১৯১৮ - ৮ আগস্ট, ২০০৫) ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন মুসলিম চিন্তাবিদ এবং তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বক্তা। খ্রিষ্টান সুসমাচার প্রচারণাকারীদের সাথে অসংখ্য বিতর্ক এবং ইসলাম, খ্রিষ্টান ধর্ম এবং বাইবেল এর উপর তার ভিডিওর জন্য তিনি বেশি পরিচিত। আন্তর্জাতিক ইসলাম ধর্মপ্রচারকারী প্রতিষ্ঠান, আইপিসিআই প্রতিষ্ঠা করেন এবং ইসলাম ও খ্রিষ্টান ধর্মের উপর কিছু বহুল বিক্রিত পুস্তিকা লিখেন। ১৯৮৬ সালে, তিনি ৫০ বছর ধরে ধর্ম প্রচার করার জন্য কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। গ্রন্থসমূহ : আল-কুরআন দি আলটিমেট মিরাক্যাল, অলৌকিক কিতাব আল কুরআন, বাইবেল কি আল্লাহর বাণী?, কুরআন এক গাণিতিক বিস্ময় ইত্যাদি।


Books by the Author