Filters

খসরু পারভেজ

খসরু পারভেজ / Khasru Parvej (Khasru Parvej)

জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৬২, যশোর জেলার শেখপুরা গ্রামে। মূলত কবি। তাঁর কবিতা অনূদিত হয়েছে বিভিন্ন ভাষায়। গান লেখেন। সাহিত্যের অন্যান্য শাখাতেও রয়েছে তাঁর শৈল্পিক পদচারণা। মধুসূদন চর্চা ও গবেষণা তাঁর প্রিয় বিষয়। খসরু পারভেজের মধুসূদনবিষয়ক কাজ রচিত বই : মাইকেল পরিচিতি, সাধিতে মনের সাধ ও মাইকেল মধুসূদন দত্ত। অনুবাদ : মধুসূদনের চিঠি। এছাড়া মধুসূদনবিষয়ক দু ডজনের বেশি পত্রপত্রিকা ও সাময়িকী সম্পাদনা করেছেন। নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন মধুসূদন স্মারক সংস্থা ‘মধুসূদন একাডেমী’ ও কবি সংগঠন ‘পোয়েট ফাউন্ডেশন বাংলাদেশ’। উল্লেখযোগ্য গ্রন্থ : কাব্য : পালকখসা বলাকার আর্তনাদ, নিহত বিভীষিকা, নিরুদ্দেশে, মুক্তিযুদ্ধে কুকুরগুলো, ভালবাসা এসো ভুগোলময়, পুড়ে যায় রৌদ্রগ্রাম, ধর্ষণ মঙ্গলকাব্য, রূপের রিলিক, প্রেমের কবিতা, জেগে ওঠো প্রত্মবেলা, হৃদপুরাণ। গবেষণা : পদ্য : কবিতার ছন্দ, আমাদের শিল্পী এস এম সুলতান, আমাদের বাউল কবি লালন শাহ, এস এম সুলতান, রবীন্দ্র-নজরুল-সুকান্ত। পুরস্কার ও সম্মাননা : সুকান্ত পদক, মনোজ বসু স্মৃতি পুরস্কার, কণ্ঠশীলন সম্মাননা, বিবেকানন্দ পদক, মধুসূদন সাহিত্য পরিষদ পুরস্কার, জীবনানন্দ গ্রন্থাগার সম্মাননা। মোহাম্মদ মনিরুজ্জামান পদক, ফেডারেশন হল সোসাইটি সম্মাননা (ভারত)। তাঁর পিতা মরহুম খন্দকার মকবুল আহমেদ, মাতা লুৎফুন্নেছা লতা। কর্মজীবনে তিনি সোনালি ব্যাংকের কর্মকর্তা।


Books by the Author