Filters


অভিজিৎ সেন

অভিজিৎ সেন  / Abhijit Sen (ASe)

অভিজিৎ সেনের জন্ম অবিভক্ত ভারতে ১৯৪৫ সালের ২৮ শে জানুয়ারি। জন্মস্থান পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) বরিশাল জেলার কেউড়া গ্রামে। তিনি কলকাতা আসেন গত শতকের পাঁচের দশকের একেবারে শুরুতে। কলকাতা, ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে ফের কলকাতা, এভাবে ঘুরে ঘুরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি কলকাতার বাসিন্দা হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে পশ্চিমবাংলার বিভিন্ন মফস্বল শহর ও গ্রামাঞ্চলে। গ্রন্থসমূহ : রুহু চণ্ডালের হাড়, ধর্মায়ুধ, রাজপাট ও ধর্মপাট, মৃত মানুষের সঙ্গে বসবাস, ঝড় ও নীলবিদ্যুৎ, সেরা পঞ্চাশটি গল্প, শ্রেষ্ঠ গল্প ইত্যাদি।