Filters

সালমান সাদ

সালমান সাদ / Salman Saad (slsd)

আমার নাম কাজী সালমান সাদ, গদ্য লিখি। থাকি ঢাকাতেই। পশ্চিম মালিবাগ, ঢাকার এক পৌষসন্ধ্যায়—পুরাতন রিমঝিম ভিলায় আমার জন্ম। ১১ জানুয়ারি, ২০০০। ২০১৭ থেকে টুকটাক লেখাপত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র-পত্রিকা, লিটলম্যাগ ও ওয়েবম্যাগে৷ খণ্ডিত কিছু অন্ধকার আমার প্রথম প্রকাশিত বই। পেশা আপাতত লেখালেখি করতে চাওয়াটাই। মাথার ভেতর মাঝেমধ্যে ঘোর বর্ষাকাল নেমে আসে। অভিরাম সেই বৃষ্টি আর বৃষ্টির সকল ঘ্রাণ ও গানকে যেনো অলৌকিক বর্ণমালায় স্পর্শ করতে পারি একদিন।


Books by the Author