True
Author image

আল রাজী

আবু বকর মোহাম্মাদ ইবন যাকারিয়া আল রাযি বা আল-রাযি একজন দক্ষ পারসিক চিকিৎসক এবং দার্শনিক। তিনি চিকিৎসাবিজ্ঞান আল-কেমি,পদার্থবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপর ১৮৪টির বেশি বই লিখেছেন। তিনি সালফিউরিক এসিড আবিষ্কার করেন। ইথানল উৎপাদন, বিশোধন, ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন। আল রাজি একজন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ ছিলেন। তিনি বহু দেশ ভ্রমণ করেন।বাগদাদ নগরীতে তার একটি পরীক্ষাগার ছিল। তার নামে ইরানে রাযি ইনষ্টিটিউট এবং রাযী বিশ্ববিদ্যালয় অবস্থিত। আল রাজির উল্লেখযোগ্য অবদান হচ্ছে অ্যাসিড বা অম্ল উৎপাদন। চিকিৎসাবিজ্ঞানে তার অবদান অসামান্য৷ তিনি প্রথম গুটি বসন্ত এবং চিকেন পক্সের ওপর বিস্তৃত লেখালেখি করেন। চক্ষুবিদ্যা এবং শিশুরোগ সংক্রান্ত প্রথম বইয়ের লেখকও তিনি৷ এছাড়া জৈব ও অজৈব রসায়নে অগ্রনী অবদান রেখেছিলেন। আল রাজি ৮৬৫ খ্রিষ্টাব্দে ইরানের তেহরানে জন্ম গ্রহণ করেন। ৯২৫ খ্রিষ্টাব্দে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইরানে প্রতি বছর ২৭শে আগস্ট রাযি দিবস পালন করা হয়।
Filters
x
ক্যাটাগরি