True
Author image

সেলিম সোলায়মান

সেলিম সোলায়মান, মেধায় গুণে কর্মে এক অসাধারণ মানুষ। যিনি তাঁর লেখায় প্রতিনিয়ত অকপটে তুলে ধরেছেন সমকালীন বিষয়-আশয় । প্রবন্ধ, সমকালীন ছড়া, উপন্যাস, ভ্রমণ- নানাবিধ লেখায় তিনি সিদ্ধহস্ত। দৈনিক আজাদীতে ‘দেশ হতে দেশান্তর’ কলাম লিখে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তাঁর গল্প বলার ভঙ্গি সম্পূর্ণ আলাদা, খোশ মোজাজে গল্প বলে যান, তরতর করে করে এগিয়ে যায় তাঁর রচনা। ‘গল্প করতে করতে কখনো হালকা চালে, কখনো তুমুল কৌতুকে আবার কখনোবা তীব্র শ্লেষে’ তুলে ধরেন সমাজ সংসারের বিদ্যমান অসংগতিগুলো। ‘প্রজাপতি পলায়ন ও রক্ত’ তাঁর চমৎকার একটি গ্রন্থ, যেখানে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন উপন্যাসের আদলে। বইটি পাঠকদের মাঝে তুমুল সাড়া ফেলে এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষন করে। ফলে তিনি চট্টগ্রাম একাডেমির বিশেষ সম্মাননায় সম্মানিত হোন। পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছে তাঁর ‘নি হাও মেইড ইন চায়না’ ১ ও ২, ‘ডটার অব স্টোন ফরেস্ট’, এবং ‘ওল্ড স্পাইস নর্থ স্টার ও অন্যান্য’। প্রতিটি গ্রন্থই পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তা হিসেবে কর্মরত সেলিম সোলায়মান অত্যন্ত পরিশ্রমী ও আন্তরিক মানুষ। সাংগঠনিক কর্মকা-েও রয়েছে তাঁর দক্ষতা। সেলিম সোলায়মান চট্টগ্রাম একাডেমির আজীবন সদস্য।
Filters
x
ক্যাটাগরি