True
Author image

সুখরঞ্জন দাশগুপ্ত

জন্ম ১৯৩৯ সালে, বাংলাদেশের তদানীন্তন বরিশাল জেলার ঝালকাঠি মহকুমায়। ১৯৫০-য়ে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে তাদের পরিবার ভারতে চলে যান। সুখরঞ্জন পড়াশুনা করেছেন কলকাতাতেই, সাংবাদিকতায়। এছাড়া যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে। পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৬৪ সালে, কলকাতার আনন্দবাজার পত্রিকায়। ওখানে প্রায় চার দশক কাজ করে, ২০০৩ সালে কাজ ছেড়ে দেন। আনন্দবাজারের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে অর্জন করেছেন বিশাল অভিজ্ঞতা। দেখেছেন একাত্তরে আমাদের মুক্তিসংগ্রাম। পঁচাত্তরে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের মাত্র কিছুদিন আগে আনন্দবাজার গ্রুপ তাদের ঢাকাস্থ অফিস গুটিয়ে নিলে, সুখরঞ্জন ১৫ আগস্টের ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী হতে পারেননি। তবে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দীর্ঘ ৪ বছর ঢাকায় থাকার সুবাদে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল।
Filters
x
ক্যাটাগরি