Filters

অমলেন্দু চক্রবর্তী

অমলেন্দু চক্রবর্তী / Amalendu Chakraborty (ALCB)

অমলেন্দু চক্রবর্তীর জন্ম ৭ ডিসেম্বর, ১৯৩৪ সালে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বাঘৈ গ্রামে। স্কুলের পড়াশোনা বউবাজার হাইস্কুলে। এরপর সেন্ট্রাল ক্যালকাটা কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে 'একদিন প্রতিদিন' চলচ্চিত্রের শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বি.এফ.জে পুরস্কার লাভ করেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে 'যাবজ্জীবন' উপন্যাসের জন্য তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের 'নরসিংহ দাস পুরস্কার' এবং ১৯৮৭ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্কিম পুরস্কার’ লাভ করেন। তিনি ২০০৯ খ্রিস্টাব্দে ১৫ ই জুন কলকাতার বাগুইআটিতে নিজ বাসভবনে প্রয়াত হন। গ্রন্থসমূহ : উপন্যাস - আকালের সন্ধানে. যাবজ্জীবন, গোষ্ঠবিহারির জীবনযাপন, রাধিকাসুন্দরী (২ খণ্ড), চাঁদ-মনসার জোট, গল্পগ্রন্থ - অবিরত চেনামুখ, গৃহে গ্রহান্তরে।


Books by the Author