Filters

মুহম্মদ আনোয়ার হোসেন ফকির

মুহম্মদ আনোয়ার হোসেন ফকির / Md. Anowar Hossain Fakir (Md. Anowar Hossain Fakir)

মুহম্মদ আনোয়ার হোসেন ফকির আনোয়ার হোসেন বর্তমানে একজন জনপ্রিয় কর্পোরেট প্রশিক্ষক। তিনি প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ট্রেইনিং বাংলা” এর স্বত্তাধিকারী। প্রশাসনিক কর্মকর্তা হিসাবে গত এক দশক যাবত রবি আজিয়াটা লিমিটেড এ দক্ষতা ও সুনামের সাথে ডাটাবেজম্যানেজমেণ্টে বিশ্লেষণী প্রতিবেদন তৈরী করে এসেছেন। তার কর্মপরিধির মধ্যে আছে প্রকল্প ব্যবস্থাপনা, সংরক্ষণ ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা ইত্যাদি। এর আগে তিনি বঙ্গবন্ধু সেতু টোল ব্যবস্থাপনা পরিচালনা এবং একটিসফটওয়্যার-হার্ডওয়্যার ডেভলপমেন্ট কোম্পানির সাথে যুক্ত ছিলেন। পদার্থবিদ্যায় স্নাতোকত্তোর ডিগ্রি অর্জন করার পর তিনি ব্যক্তিগত আগ্রহে ট্রিনিটি বিশ্ববিদ্যালয়, ডেলাওয়ার, ইউ. এস. এ থেকে এম. বি. এ ডিগ্রি অর্জন করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড প্রেজেন্টেশন, চার্ট এন্ড গ্রাফিক্যাল ডাটা রিপ্রেজেন্টেশন ইত্যাদি বিষয়ে পঞ্চাশ হাজার শ্রম-ঘণ্টারও অধিক প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্নপ্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে প্রশিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।