True
Author image

রবীন্দ্রকুমার দাশগুপ্ত

গবেষক, অধ্যাপক ও প্রাবন্ধিক রবীন্দ্রকুমার দাশগুপ্তের জন্ম কলকাতায়। তবে আদিনিবাস গৌরনদীর মাহিলাড়া গ্রামে। কলকাতা পুরসভার আপার প্রাইমারি স্কুলে দশ বছর বয়সে ভরতি হন। স্কটিশ চার্চ কলেজ থেকে ১৯৩৭ খ্রিস্টাব্দে ইংরেজিতে এম.এ. পাশ করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি ১৯৫০ খ্রিস্টাব্দে বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল. হন। ১৯৫৫ খ্রিস্টাব্দ ফেলোশিপ নিয়ে অক্সফোর্ডের এক্সেটার কলেজে যোগ দেন্ সেখানে হেলেন গার্ডনার-এর কাছে গবেষণা করে ডি.ফিল. পান অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। অধ্যাপনা ছাড়া ১৯৭৭ খ্রিস্টাব্দে তিনি জাতীয় গ্রন্থাগারের অধিকর্তাও হয়েছিলেন। ভারতত্ত্ব নিয়ে গবেষণাও করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম-সহ অজস্র পুরস্কারে সম্মানিত হন। বাড়িতে অজস্র বইয়ের সংগ্রহ ছিল। সামকৃষ্ণ মিশনে তিনি দান করেছেন মিলটনের গোটা সংগ্রহ। দিল্লি বিশ্ববিদ্যালয়েও নিজের সংগ্রহের বই দান করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘অলীক সংলাপ’, ‘বাঙালি কি আত্মঘাতী ও অন্যান্য রচনা’, ‘রবীন্দ্রচর্চার ভবিষ্যৎ’, ‘প্রবন্ধ সংগ্রহ’ প্রভৃতি।
Filters
x
ক্যাটাগরি