Filters

তারেক অণু

তারেক অণু / Tareq Onu (TOne)

তারেক অণুর জন্ম পদ্মাপাড়ের রাজশাহীতে। যদিও সারা পৃথিবীকে একটাই দেশ মনে করেন তিনি, যে দেশটাকে ভালো করে ছুঁয়ে, ছেনে দেখার ইচ্ছায় চেষ্টা করেন নানা অঞ্চল ভ্রমণের। পর্বত শিখর জয় করতে ভালবাসেন, ডুব দেন সাগরতলে, তার চেয়েও বেশি উপভোগ করেন পাখির পিছনে দৌড়ে সকালকে বিকেল করে দিতে। নির্জন গ্রন্থাগারে সন্ধ্যা কেটেছে অনেক, হারিয়েছেন প্রকৃতির মাঝে। গ্রন্থসমূহ : পৃথিবীর পথে পথে, পথ চলাতেই আনন্দ, বাংলাদেশের পাখির ফিল্ডগাইড।


Books by the Author