Filters

অবধূত

অবধূত / Abadhut (Ab)

অবধূত (১৯১০ - ১৩ এপ্রিল, ১৯৭৮) বা কালিকানন্দ অবধূত ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক। তার প্রকৃতনাম দুলালচন্দ্র মুখোপাধ্যায়। জন্ম কলকাতার ভবানীপুরে । পুত্র অমল মুখোপাধ্যায়ের জন্মের পর প্রথমা স্ত্রীর মৃত্যু হলে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাসজীবনে তার নাম হয় কালিকানন্দ অবধূত। সন্ন্যাসজীবনে তার ভৈরবী স্ত্রীও ছিল। তিনি অবধূত ছদ্মনামে একাধিক গ্রন্থ রচনা করেছেন। ১৩ এপ্রিল, ১৯৭৮ সালে হুগলি জেলার চুঁচুড়ায় স্বপ্রতিষ্ঠিত রুদ্রচণ্ডী মঠে তার মৃত্যু হয়। গ্রন্থসমূহ : মরুতীর্থ হিংলাজ, হিংলাজের পরে, বশীকরণ, তাহার দুই তারা, উদ্ধারণপুরের ঘাট, ক্রীম, পিয়ারী, বহুব্রীহি, ভোরের গোধূলি, টপ্পা ঠুংরী, ভূমিকা লিপি পূর্ববৎ, কান পেতে রই, তুমি ভুল করেছিলে, অনাহত আহুতি, স্বামীঘাতিনী, ফক্করতন্ত্রম্‌ (১ম, ২য় ও ৩য় পর্ব), দুর্গম পন্থা, নীলকণ্ঠ হিমালয়, মন মানে না, সাচ্চা দরবার, উত্তর রাম চরিত, সুমেরু কুমেরু, একটি মেয়ের আত্মকাহিনী ইত্যাদি।


Books by the Author