True
Author image

সায়নদেব মুখোপাধ্যায়

সায়নদেব মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৮ সালে বীরভূম জেলার ভুবনডাঙ্গা গ্রামে। কলকাতার বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল ও প্রেসিডেন্সি কলেজে শিক্ষা এবং ইংলন্ডের সাসেক্স ইউনিভার্সিটি থেকে ডক্টরেট প্রাপ্তি। ইংলন্ড, আমেরিকা, নরওয়ে ও সুইডেনে গবেষণা ও অধ্যাপনা। পড়াশোনায় পদার্থবিদ এবং কর্মক্ষেত্রে আয়ন-বীম, ধাতুবিদ্যা, সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেট্রনিকস্, ন্যানোটেকনোলজি, মাইক্রোওয়েভ এবং ফোটোনিক্স- লেজ়ার ও ফাইবার অপটিক্স-এর বিজ্ঞানী। পড়াশোনার বাইরে বাংলা গান ও আন্তর্জাতিক লোকনৃত্য করা, পরিবেশন ও শেখানো, ফটোগ্রাফি, ভিন্ন সংস্কৃতির দুর্গম দেশে ভ্রমণ ও সেখানকার ইতিহাস, ভূগোল ও জীবনযাত্রার জ্ঞানার্জন, স্কুবা, রান্না ও বাগান করা, প্রকৃতি সংরক্ষণ, ধনুর্বিদ্যা, হাই পাওয়ার রাইফেল চর্চা, তৃণভোজী বন্যপ্রাণী শিকার এবং বিজ্ঞান-অ্যাডভেঞ্চারের গল্প লেখা। বর্তমানে আমেরিকার নিউ মেক্সিকো স্টেটে বসবাস।
Filters
x
ক্যাটাগরি