Filters

আহমেদ আমিনুল ইসলাম

আহমেদ আমিনুল ইসলাম / Ahmed Aminul Islam (561749846514035)

আহমেদ আমিনুল ইসলাম (ড. মাে. আমিনুল ইসলাম) ১৯৬৭ সালের ২২ জানুয়ারি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাহেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আহমদ আলী এবং মাতা মােসাম্মৎ আমেনা খাতুন। তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। নাট্যাচার্য সেলিম আল দীনের তত্ত্বাবধানে আর্থসামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের চলচ্চিত্র ১৯৭০ ও ১৯৮০র দশক শিরােনামাঙ্কিত অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। গ্রন্থসমূহ : বাংলাদেশের চলচ্চিত্র চলচ্চিত্রে বাংলাদেশ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাট্য: গঠন ও পরিবেশনারীতি, রবীন্দ্রনাট্যবীক্ষণ ও মানবমুক্তি প্রসঙ্গ, রবীন্দ্রনাথ :কৌতুকনাটক, জলচিঠি নীলস্বপ্নের দুয়ার ইত্যাদি।


Books by the Author