True
Author image

আবদুল ওয়াহেদ তালুকদার

আবদুল ওয়াহেদ তালুকদার ১৯৫৩ সালে পটুয়াখালীর চরবাসুদেব পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোতাহার আলী তালুকদার ও মাতা রাহিমা বেগম। তিনি শৈশবে গ্রামের মক্তব থেকে পড়াশোনা শেষ করে ধুলিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল বিএম কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। গ্রন্থসমূহ : ভাওয়াল এস্টেট ও ভাওয়াল সন্ন্যাসীর মামলা, বঙ্গবন্ধুর স্মৃতিকথা, বাংলাদেশ রাজনীতির পঞ্চাশ বছর (১৯৭১--২০২১), বাংলাদেশ রাজনীতির পঞ্চাশ বছর (১৯৭১-২০২১), একজন অখ্যাতের আত্মকথা, ফিরে দেখা : রাজনীতির চার দশক ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি