True
Author image

ড. অতুল সুর

ড. অতুল সুরের জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দের ৫ই আগস্ট বৃটিশ ভারতের রাজধানী কলকাতার শ্যামবাজারে। ড. অতুল সুর বা অতুলকৃষ্ণ সুর (৫ আগস্ট ১৯০৪ - ২ জানুয়ারি ১৯৯৯) ছিলেন বিশিষ্ট ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, লেখক ও কলকাতা বিশেষজ্ঞ। ভারতীয় সভ্যতার উৎস নির্ণয়ে যাদের অবদান উল্লেখযোগ্য তিনি ছিলেন তাদের অন্যতম।অর্থনীতিবিদ হলেও ইতিহাস, সমাজবিজ্ঞান, সংখ্যাতত্ত্ব, নৃতত্ত্ব ইত্যাদি বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। বিদ্বৎ সমাজে তিনি পণ্ডিতরূপে পরিচিত ছিলেন। রচিত গ্রন্থ সংখ্যা ১৫৪। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও অধ্যাপক। প্রাচীন ভরতীয় ইতিহাস ও সংস্কৃতি ও নৃতত্ত বিষয়এমএ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক অর্জন করেছিলেন। অর্থনীতিতে স-প্রশংস ডি. এস. সি. উপাধি পেয়েছেন। দশ বছর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। পশ্চিম বঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। মধুসূদন ও রামমোহন পুরস্কার পেয়েছেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে সুশীলা দেবী বিরলা পুরস্কার পেয়েছেন। গ্রন্থ সমূহ : ভারতের নৃতাত্ত্বিক পরিচয়, হিন্দু সভ্যতার নৃতাত্ত্বিক ভাষ্য, বাঙলা ও বাঙালীর বিবর্তন, ভারতের বিবাহের ইতিহাস, দেবলোকের যৌনজীবন, সে আর এক কলকাতা, বাঙলা ও বাঙালীর বিবর্তন, প্রসঙ্গ পঞ্চবিংশতি, প্রমীলা প্রসঙ্গ, শতাব্দীর প্রতিধ্বনি।
Filters
x
ক্যাটাগরি