Filters

অপূর্বকুমার রায়

অপূর্বকুমার রায় / Opurbokumar Rai (456743)

অপূর্বকুমার রায়, জন্ম ১৯৩১ সালে ঢাকা ইউনিভার্সিটির গেট হাউজে। স্কুল জীবন কেটেছে ঢাকায়। সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক (১৯৫৪) এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা (১৯৫৬) ও ইংরেজি (১৯৬৪) সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রী দেন 'উনিশ শতকের বাংলা গদ্য সাহিত্য : ইংরেজি প্রভাব' বিষয়ে গবেষণার জন্য। স্কুল শিক্ষকতা দিয়ে তার জীবনের শুরু। ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজে ইংরেজি বিভাগে যোগ দেন ১৯৬৫) এবং বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ ১৯৯৬) করেন। গুরুদাস কলেজে ইংরেজি বিভাগের অংশকাললীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বছর। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অতিথি অধ্যাপক ছিলেন একটানা ১০ বছর। উল্লেখযোগ্য গ্রন্থ : শৈলীবিজ্ঞান, বাংলা গদ্য চর্চা : বিদ্যাসাগর গোষ্ঠী, সাহিত্য : রূপ বিচিত্রা, প্রসঙ্গ : রবীন্দ্রনাথের শেষের কবিতা প্রভৃতি।


Books by the Author