True
Author image

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

অচিন্ত্যকুমার সেনগুপ্ত ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। পিতার কর্মস্থল নোয়াখালী শহরে ১৯শে সেপ্টেম্বর, ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। তবে তার পরিবারের আদি নিবাস ছিল বর্তমান মাদারীপুর জেলায়। অচিন্ত্যকুমারের শৈশব, বাল্যজীবন, ও প্রাথমিক শিক্ষা নোয়াখালীতেই সম্পন্ন হয়। সাউথ সাবার্বান স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০), সাউথ সাবার্বান কলেজ (বর্তমান আশুতোষ কলেজ) থেকে আই. এ. (১৯২২), এবং ইংরেজি সাহিত্যে অনার্সসহ বি. এ. (১৯২৪) পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম. এ (১৯২৬) ও পরবর্তীকালে বি. এল ডিগ্রী (১৯২৯) লাভ করেন। তিনি নীহারিকা দেবী ছদ্মনামে কবিতা লিখতেন। ১৯২৫ সালে কল্লোল পত্রিকা সম্পদনার দাযিত্ব গ্রহণ করেছিলেন। সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৫ সালে জগৎরিণী পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও শরৎচন্দ্রস্মৃতি পুরস্কার লাভ করেন। ১৯৭৬ সালের ২৯ জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রচিত গ্রন্থের সংখ্যা প্রায় সত্তর। উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ : বেদে, কাকজোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল, পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ (চার খন্ড), বীরেশ্বর বিবেকানন্দ (তিন খণ্ড), উদ্যত খড়্গ, পরমাপ্রকৃতি শ্রী শ্রী সারদামণি, অখণ্ড অমিয় শ্রী গৌরাঙ্গ, কল্লোর যুগ, টুটা-ফাটা, অকাল বসন্ত, অমবস্যা, আমরা ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি