Filters


অচ্যুত গোস্বামী

অচ্যুত গোস্বামী  / Ochut Gushamy (OGushamy)

অচ্যুত গোস্বামী ১৯১৮ সালের ১লা মার্চ পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম বিক্রমাদিত্য হাজরা। ১৯৪০ সালে ঢাকায় প্রগতি লেখক ও শিল্পী সংঘ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। সোমেন চন্দের সহযোগী ক্রান্তি পত্রিকা সম্পাদনা করেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন পরে কলকাতায় চলে যান। শেষ জীবনে তিনি যাদবপুর বিজয় জ্যোতিষচন্দ্র রায় কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। ২৬শে মার্চ ১৯৮০ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রন্থসমূহ : বাংলা উপন্যাসের ধারা।