Filters


অনুপম পাল

অনুপম পাল / Anupam Pal (698724651465)

অনুপম পাল ১৯৯১ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রতন কুমার পাল ও মাতা ঊষা পাল। চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে তিনি ২০০৭ সালে এস.এস.সি. এবং ২০০৯ সালে এইচ.এস.সি. পাশ করেন পরবর্তীতে যিনি বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BUET) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন। শিক্ষাগত ও প্রকৌশল চর্চার পাশাপাশি তিনি গণিত ও বিজ্ঞান বিষয়ক লেখালেখি করেন। গ্রন্থসমূহ : কৃষি ভাবনা ও দুর্ভাবনা, জ্যামিতির যত কৌশল, জ্যামিতির আরো যত কৌশল, গল্পে চিত্রে বীজগণিত।