True
Author image

আল্লামা শিবলী নো'মানী

আল্লামা শিবলী নোমানী (জুন ৩, ১৮৫৭ – নভেম্বর ১৮, ১৯১৪, আজমগড়) ছিলেন ব্রিটিশ ভারত জন্মগ্রহণকারী ইসলামী পন্ডিত। তিনি বর্তমান উত্তরপ্রদেশ আজমগড় জেলা বিন্দওয়ালে জন্মগ্রহণ করেন। ১৮৮৩ সালে শিবলী ন্যাশনাল কলেজ ও আজমগড়ে দারুল মুসসানিফিন প্রতিষ্ঠার জন্য তিনি পরিচিত। শিবলী নোমানী আরবী, ফার্সি, হিন্দি, তুর্কি ভাষা ও উর্দুতে পন্ডিত ছিলেন। তিনি একজন কবিও ছিলেন। তিনি নবী মুহাম্মাদ এর জীবনের ব্যাপক তথ্য সংগ্রহ করেন কিন্তু তার পরিকল্পিত "সিরাত-উন-নবীর শুধু প্রথম দুই খন্ডের কাজ সম্পন্ন করতে সক্ষম হন। তার মৃত্যুর পর তার শিষ্য সৈয়দ সুলাইমান নদভী এই তথ্যউপাত্তের মাধ্যমে অবশিষ্ট কাজ সম্পন্ন করেন।
Filters
x
ক্যাটাগরি