True
Author image

সৌরীন নাগ

জন্ম ১৯৩৬ সালে, টাঙ্গাইলে।পিতার সরকারি বদলির চাকরির সূত্রে ১০৪০ এ টাঙ্গাইল ত্যাগ। পেশায় কলকাতা পুলিশ,সিবিআই দিল্লী, দুর্নীতি দমন, নেশায় কবি, গল্পকার, গীতিকার, অনুবাদক। এখন পুর্যন্ত অনুবাদ করেছেন, দ্য ওল্ড ম্যান এণ্ড দ্য সী, পিনোক্কিও,ক্ষুধা, টলস্টয়ের ছোটদের গল্প,ইন আ ফ্রি স্টেট, সব পেয়েছির বই, দ্য বাইবেল।কাব্যগ্রন্থ একটু আলোর জন্যে প্রভূত প্রশংশিত,আলোড়ন জাগানো।
Filters
x
ক্যাটাগরি