Filters

আবদুল্লাহ আল মোহন

আবদুল্লাহ আল মোহন / Abdullah Al Mohon (6598412132)

আবদুল্লাহ আল মােহনের জন্ম ১৯৭৪ সালের ১০ ফেব্রুয়ারি। প্রাতিষ্ঠানিক নাম আবদুল্লাহ আল মামুন। লেখাপড়া করেছেন ধােবাখােলা করােনেশন উচ্চ বিদ্যালয়, ঢাকার সরকারি তিতুমীর কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে। বর্তমানে ঢাকার ভাসানটেক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান। বিভাগের সহকারী অধ্যাপক। গ্রন্থসমূহ : বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ, খােকা থেকে মুজিব : বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, সম্পর্কের সেতুবন্ধনে : বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, হাসু থেকে শেখ হাসিনা : দেশনেত্রী থেকে বিশ্বনেত্রী, দৃষ্টি ও অন্তদৃষ্টির ভারত ভ্রমণ, খুঁজে। ফেরা : বঙ্গবন্ধু ও বাংলাদেশের হৃদয় হতে, মানবাধিকার চর্চা, বঙ্গবন্ধুর লেখক সত্তা ইত্যাদি।