Filters

ডা. অপরেশ কুমার ব্যানার্জী

ডা. অপরেশ কুমার ব্যানার্জী / Dr. Aparesh  kumar Beanarji (Dr. Ap ku Be)

ডা. অপরেশ কুমার ব্যানার্জীর জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মেধা বৃত্তিসহ স্নাতক এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত গবেষক। প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১০৮টি। বিভিন্ন বিষয়ে তিনি লিখেন তবে সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে লিখতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিজ্ঞানবিষয়ক গ্রন্থ প্রণয়নের জন্য তিনি বিজ্ঞান সাহিত্যে 'অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার' লাভ করেন। গ্রন্থসমূহ : হোমিওপ্যাথিক অভিধান, মানসিক রোগ এক লক্ষণে এক ওষুধ, মানুষের চক্র, ক্যান্সার : পরিচিতি, লক্ষণ ও চিকিৎসা, হোমিও সূত্রসার ইত্যাদি।


Books by the Author