Filters

আজরিন আফরিন

আজরিন আফরিন / Ajrin Afrin (624579814654)

আজরিন আফরিন ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার সদর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বের জন্য লাভ করেন মিসবাহউদ্দিন খান এবং গিয়াসউদ্দিন আহমদ স্বর্ণপদক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রভাষক। গ্রন্থসমূহ : কেওয়ার গণহত্যা, বঙ্গবন্ধু ও সোহরাওয়ার্দী ইত্যাদি।