Filters


Suvas Singho Roy

Suvas Singho Roy / সূভাষ সিংহ রায় (125+954+9*86+)

বাংলাদেশের বিতর্ক চর্চায় যে ক'জন নতুন ধারা সূচনা করেন সুভাষ সিংহ রায় অবশ্যই তাদের অন্যতম। ১৯৬৬ সালে, যশোর জেলায়, বিখ্যাত সিংহ রায় পরিবারে তার জন্ম। এক সময়ের তুখোর ছাত্রনেতা সুভাষ সিংহ রায় পেশায় একজন ওষুধ বিজ্ঞানী। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, যশোর সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাকালীন সদস্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ছিলেন। ১৯৮৬ সাল থেকে কলাম লেখা শুরু করেন। সুভাষ আপদমস্তক প্রগতিশীল, মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার অধিকারী একজন মানুষ। সমাজ ও মানুষকে তিনি বিশ্লেষণ করেন পর্যবেক্ষণ ও অনুসন্ধানী দৃষ্টি দিয়ে যা লেখক হিসেবে একেবারেই অন্যরকম করে তুলেছে।