True
Author image

অমলেশ ভট্টাচার্য

অমলেশ ভট্টাচার্য ১৬ই জুন, ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। অনার্স সহ স্নাতক করেন বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৫৭ সালে। ইংরেজিতে এমএ পরীক্ষা অসম্পূর্ণ রেখে শ্রী অরবিন্দ আশ্রমের কর্মে আত্মনিয়োগ করেন। পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে মুখপত্র মাসিক ইংরেজি ও বাংলা পত্রিকা শৃণ্বন্ত-র সম্পাদক হন ১৯৬৭ সালে। নলিনীকান্ত গুপ্তের সমগ্র বাংলা রচনাবলী দশ খণ্ড সম্পাদনা ও প্রকাশ করেন। শিল্প, সাহিত্য, ধর্ম ও দর্শন বিষয়ে শতাধিক প্রবন্ধ লেখেন। বেদগ্রন্থ ও মহাভারতের কথা ও রামায়ণ কথা - র জন্য তিনি শ্রীঅরবিন্দ পুরস্কার লাভ করেন।
Filters
x
ক্যাটাগরি