Filters

বজলুল মজিদ খসরু

বজলুল মজিদ খসরু / Bozlul Mojid Khosru (65829+465)

বজলুল মজিদ চৌধুরী খসরু একজন বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, লেখক ও গবেষক ছিলেন। তিনি ১৯৫২ সালের ২ এপ্রিল সুনামগঞ্জ শহরের ষোলঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা মফিজুর রহমান চৌধুরী এবং মাতা মজিদা খাতুন চৌধুরী। শিক্ষাজীবনে তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এসএসসি, ১৯৬৯ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭২ সালে একই কলেজ থেকে বিএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি, খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে মাত্র উনিশ বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ছাতক ও টেংরাটিলা যুদ্ধে সম্মুখ সমরে লড়াই করেন। স্বাধীনতার পর তিনি আইন পেশায় যুক্ত হন এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত থেকে তিনি 'সাপ্তাহিক সুনাম' পত্রিকা সম্পাদনা করেন এবং 'রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ' ও 'পশ্চিম জার্মানির স্মৃতিকথা'সহ বিভিন্ন গ্রন্থ রচনা করেন। তিনি ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।


Books by the Author