Filters

বেগম মুশতারী শফী

বেগম মুশতারী শফী / Begum Mushtari Shafi (9856565432103)

বেগম মুশতারী শফী (১৫ জানুয়ারি ১৯৩৮ - ২০ ডিসেম্বর ২০২১) ছিলেন একজন বাংলাদেশি সাহিত্যিক, উদ্যোক্তা, নারী নেত্রী এবং সমাজসংগঠক। তিনি পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকে জন্মগ্রহণ করেন; তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গেরদা গ্রামে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার স্বামী ডা. মোহাম্মদ শফী এবং ভাই এহসানুল হক আনসারী শহীদ হন। মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে কাজ করেছেন। তিনি চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে 'মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী', 'চিঠি, জাহানারা ইমামকে', 'স্বাধীনতা আমার রক্তঝরা দিন', 'দুটি নারী ও একটি মুক্তিযুদ্ধ', 'মুক্তিযুদ্ধের গল্প' এবং 'একুশের গল্প'। তার অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ফেলোশিপ (২০১৬) এবং বেগম রোকেয়া পদক (২০২০) সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।


Books by the Author