Filters


অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী

অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী / Arup Ratan Chowdhury (9633)

অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী ১৯৫২ সালে ২৩ জানুয়ারি সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শৈলেন্দ্র কুমার চৌধুরী ও মাতা অধ্যাপক ডা. মঞ্জুশ্রী চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক ও শিক্ষাবিদ। অরূপ রতন চৌধুরী স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠশিল্পী। তিনি ১৯৯২-৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের স্ট্রানিব্রোক বিশ্ববিদ্যালয় থেকে দন্ত্য চিকিৎসায় ফেলোশিপ লাভ করেন। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি. ডিগ্রি। দীর্ঘ ৩৪ বছর এদেশের দন্ত্য চিকিৎসার ক্ষেত্রে বহু প্রকাশনা ও গবেষণা করেছেন। ১৯৮৯ সালে মাদক ও ধূমপান বিরোধী সংগঠন মানস প্রতিষ্ঠা করে দেশের যুব সম্প্রদায়কে ধূমপান ও মাদক দ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ লিখছেন। ধূমপান ও মাদক বিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডেল এবং ২০০১ সালে আমেরিকা বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট এর সদস্য পদ লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে ২০১৫ সালে একুশে পদকে ভূষিত করে। গ্রন্থসমূহ : একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, দাঁতের যত্ন ইত্যাদি।