Filters


ম. আলী আকবর হায়দার

ম. আলী আকবর হায়দার / M. Ali Akbar Haider (898741541652665)

ম. আলী আকবর হায়দার ১৯৪৮ সালের পহেলা মে জন্মগ্রহণ করেন। পিতা মুনসুর আলী তালুকদার ত মাতা বেগম মমতাজুন্নেসা। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পুরকৌশল নিয়ে ডিগ্রি লাভ করেন। পেশাজীবন শুরু হয় ঢাকা ওয়াসাতে সহকারী প্রকৌশলী হিসেবে। ২০১২ সালে পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করেন। গ্রন্থসমূহ : তৃণমূলে একাত্তর, তুমি আমি ও বিবর্ণ শতরঞ্জি, Freedom Fighter Is My Name ইত্যাদি।


Books by the Author