True
Author image

রোয়াল ডাল

বিশ শতকের সেরা শিশুতোষ লেখকদের মধ্যে ব্রিটিশ বংশোদ্ভুত রোয়াল ডাল একজন। জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯১৬। উপন্যাস, ছোটগল্প, নাটক, কবিতাসহ সাহিত্যের প্রায় সব শাখায় সদর্প বিচরণ করেছেন। শুধু সাহিত্যেই নয়, রোয়াল ডালের বিচরণ ছিল আকাশেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ এয়ারফোর্সের ফাইটার পাইলট ছিলেন। পরে উইং কমাণ্ডার পদে উন্নীত হন। নানারকম অ্যাডভেঞ্চারের পর বদলী হন ওয়াশিংটনে। সেখানেই একটি পত্রিকায় প্রথমবারের মতো তাঁর লেখা ছাপা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ১৯৪২ সালে ছাপা হওয়া সেই লেখাটিই ভবিষ্যৎ লেখক হিসেবে তাঁর সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ১৯৬০ সালে বাবা হবার পর রোয়াল ডাল শিশুদের জন্য লেখা শুরু করেন। ১৯৬১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম শিশুতোষ বই জেমস অ্যান্ড দি জায়ান্ট পিচ। ১৯৬৪ সালে চার্লি অ্যান্ড দি চকলেট ফ্যাক্টরি প্রকাশিত হবার পর আর থামতে হয়নি। প্রকাশিত হরেত থাকে দি বিগ ফ্রেন্ডলি জায়ান্ট, ড্যানি অ্যান্ড দি চ্যাম্পিয়ন অফ দি ওয়ার্ল্ড, দি টুইটস, দি উইচেস ইত্যাদি। ১৯৮৮ সালে প্রকাশিত হয় মাটিল্ডা। ব্রিটিশ ইতিহাসে রেকর্ড তৈরি করে এ বই। মাত্র ছয় মাসে বিক্রি হয় ৫০ লাখ কপি। ১৯৯০ সালে ২৩ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রোয়াল ডাল।
Filters
x
ক্যাটাগরি

No product defined.

Continue To Shop