কর্নেল আবু তাহের
কর্নেল আবু তাহের, বীর উত্তম একজন বাংলাদেশি সেনা অফিসার, মুক্তিযোদ্ধা এবং বামপন্থী বিপ্লবী নেতা ছিলেন। তিনি ব্রিটিশ শাসিত ভারতেবর্ষের আসাম প্রদেশের বদরপুরে ১৯৩৮ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। পরে আসাম থেকে তার পরিবার বাংলাদেশের নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ফিরে আসেন। বাবা মহিউদ্দিন আহমেদ এবং মা আশরাফুন্নেসা। আবু তাহের প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেন চট্টগ্রামের প্রবর্তক বিদ্যালয় ও কুমিল্লার ইউসুফ বিদ্যালয় থেকে। পরবর্তীতে ১৯৫৯ সালে সিলেটের এমসি কলেজ থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের আগপর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে অল্প কিছুদিন পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে তিনি ১১ নং সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ রাজনীতিতে যোগ দেন। ১৯৭৫ সালে ৭ নভেম্বর তার নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থার উদ্যোগে এবং জাসদ ও বিপ্লবী গণবাহিনীর সহায়তায় সংঘটিত হয় শিপাহী জনতার অভ্যুত্থান। অভূত্থানে মুক্ত জিয়াউর রহমান প্রতি বিপ্লব সংঘটিত করেন ও ২৪ নভেম্বর তাহেরকে গ্রেপ্তার করেন। জিয়াউর রহমানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সামরিক আদালতে মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৭৬ সালের ২১ জুলাই তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রন্থসমূহ : অপ্রকাশিত তাহের, ইতিহাস আমাকে মুক্তি দেবে ইত্যাদি।