Filters

মৃত্যুঞ্জয় বরাট সেনগুপ্ত

মৃত্যুঞ্জয় বরাট সেনগুপ্ত / Mritunjay Barat Sengupta (Mritunjay Barat Sengupta)

মৃত্যুঞ্জয় বরাট সেনগুপ্ত (১৫ জুলাই ১৯০২ – ২১ জানুয়ারী ১৯৭৫) একজন বাঙালি লেখক ও শিশুসাহিত্যিক। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছোটদের জন্য লেখা শুরু করেন তিনি। বিভিন্ন পত্র পত্রিকায় যথা শিশু, সন্দেশ, মৌচাক, শিশুসাথী, খোকাখুকু, আমার দেশ, রামধনু, মুকুল, শুকতারা ও দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীতে তাঁর অনেক সরস লেখা প্রকাশিত হয়েছে। বয়স্কদের জন্যেও যমুনা, বাঁশরী, শিশির, কল্লোল প্রভৃতি পত্রিকাতে লিখেছেন। তার রচিত গ্ৰন্থ: ‘কৃষ্ণসখা’, ‘মানিকমালা’, ‘দেশের ছেলে’, ‘আমার ছোট বোনটি’, ‘ক্যাবলরামের কাহিনী’, ‘পারস্যের পোখরাজ’, ‘ছায়াপথ’, ‘আকাশ পাতাল’ ইত্যাদি। তাঁর লিখিত কবিতা শ্ৰীরামকৃষ্ণ স্তুতি শ্বেতপাথরের ফলকে গোরখপুর রামকৃষ্ণ মিশনের মন্দিরগাত্রে প্রোথিত আছে। সরকারী ‘হককথা’র প্রত্যুত্তরে ‘বাজে কথা’ রাতারাতি প্ৰকাশ করে সকলকে চমৎকৃত করেন।


Books by the Author

200.00 ৳ 180.00 ৳ 180.0 BDT