Filters

হাবিব আনিসুর রহমান

হাবিব আনিসুর রহমান / Habib Anisur Rahman (1454989)

হাবিব আনিসুর রহমান ১৯৫৪ সালের ৬ জানুয়ারি মেহেরপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর গবেষণাকর্মে আত্মনিয়াগ করেন। ১৯৭৯ সালে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যোগ দেন। দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যথাক্রমে কুষ্টিয়া সরকারি কলেজ ও যশোর সরকারি এম এম কলেজে অধ্যাপনা করেন। ২০০৫ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। স্বেচ্ছাবসর নেওয়ার পর শুরু করেন লেখালেখি। লেখালেখির জন্যে তিনি ২০১১ সালে ‘জীবননগর সাহিত্য পরিষদ সম্মাননা' এবং ২০১৫ সালে ‘কাঙাল হরিনাথ মজুমদার’ পদকে ভূষিত হন। গ্রন্থসমূহ : গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প, অষ্টনাগ ষোলচিতি, পোড়ামাটির জিলাপি ও অন্যান্য গল্প, পক্ষি ও সারমেয় সমাচার, পুষ্পরাজ সাহা লেন, আমাদের নতিপোদা গ্রামের ইতিহাস, নেফারতিতি, কথা উপকথা, রৌদ্র ও ত্রাতাগণ, বন্দিভুতের ফন্দি, ছোটকু মোটকু ইত্যাদি।


Books by the Author