Filters


শিরীণ আখতার

শিরীণ আখতার / Shireen Akther (245525)

শিরীণ আখতারের জন্ম জোয়ারিয়ানালা, রামু, কক্সবাজার। পিতা আফসার কামাল চৌধুরী ও মাতা বেগম লুৎফুন্নাহার কামাল । তার স্বামী মেজর (অব.) মাে. লতিফুল আলম চৌধুরী একজন প্রখ্যাত মুক্তিযােদ্ধা। কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৭৮ সালে বিএ (অনার্স) এবং ১৯৮১ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে কথাসাহিত্যিক শওকত ওসমান, সৈয়দ ওয়ালিউল্লাহ ও আবু ইসহাকের সাহিত্য নিয়ে পিএইচডি লাভ করেন । তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন। গ্রন্থসমূহ : বাংলাদেশের তিনজন উপন্যাসিক, নবযুগ ও নজরুল, সেনােবিয়া, হিমনেথ ও রবীন্দ্রনাথ, স্বাতী নক্ষত্রের আলাে, মৎস্যকন্যা, রােহিঙ্গা, লুব্ধক, যুদ্ধজীবন, ৭ই মার্চের ভাষণ একটি জাতির কথামালা ইত্যাদি।


Books by the Author