True
Author image

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ‘শোলাকিয়া’র গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ১৯৫০ সালের ৭ই মার্চ জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া ও পরবর্তীতে ভারতের বিখ্যাত দারুল উলূম দেওবন্দে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আরবি, উর্দূ ও মাতৃভাষা বাংলায় শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেছেন। আরবি ভাষায় রচিত তাঁর ‘রাওয়ায়ে মিন আশআরিস সাহাবা’ ঐতিহ্যবাহী আরব প্রকাশনী ‘দারুল হাদীস, মিশর’ থেকে প্রকাশিত হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ‘মুক্তিযুদ্ধ মৈত্রী পদক’ প্রাপ্ত মনীষী মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী থেকে তিনি খেলাফত লাভ করেছেন। ১৯৭২ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের বিভিন্ন মাদরাসায় এবং অনলাইনে ভিনদেশী ছাত্রদের হাদীসের সর্বোচ্চ গ্রন্থ বুখারী শরীফের পাঠদান করছেন। বিশ্বজুড়ে তাঁর ছাত্র রয়েছে। চারদলীয় জোট সরকারে যুদ্ধাপরাধীদের মন্ত্রী করার প্রতিবাদে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক পদ থেকে ২০০২ সালে স্বেচ্ছা-অবসর গ্রহণ করেন। পরিণামে ২০০৫ সালে তাঁকে কারাবরণ করতে হয়। কওমী মাদরাসার সনদের স্বীকৃতি আদায়ে মূখ্য ভূমিকা রেখেছেন। এক লক্ষ আলেম, মুফতি ও ইমামের সা¶র সম্বলিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধি ‘মানবকল্যাণে শান্তির ফতওয়া’ জারিতে নেতৃত্ব দিয়েছেন। মসজিদে নববীতে প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি হাদীসের পাঠদান করেছেন। দারুল উলূম দেওবন্দের শতবার্ষিকী সমাবর্তনে এবং OIC ও জাতিসংঘ সদরদপ্তরে তিনি ভাষণ প্রদান করেছেন। বর্তমানে বাংলাদেশ জমিয়তুল উলামা ও জাতীয় দীনী মাদরাসা শিক্ষাবোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও তিন পুত্রের জনক।
Filters
x
ক্যাটাগরি