শোভনলাল দত্তগুপ্ত
শোভনলাল দত্তগুপ্ত একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক ও চিন্তাবিদ ছিলেন। তিনি সমাজ, অর্থনীতি এবং রাজনীতি সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে লেখালেখি করেছেন। তার লেখায় সমাজতত্ত্ব ও মার্কসবাদী তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে "আকালের ভাবনা", "প্রসঙ্গ পশ্চিমী মার্কসবাদ", "মার্কসীয় রাষ্ট্রচিন্তা" এবং "মার্কসীয় সমাজতত্ত্ব" রয়েছে।
Books by the Author
×